নকশালবাড়ি: গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নকশালবাড়িতে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে নকশালবাড়ি থানার দক্ষিণ রথখোলা এলাকায়। মৃত গৃহবধূর নাম সরস্বতী রায় (২২)। জানা গিয়েছে, পাঁচ বছর আগে নাবালক অবস্থায় শ্যামল বর্মনের(২৫) সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের তিন বছরের একটি মেয়েও রয়েছে। রবিবার গভীর রাতে বাড়ির ভেতরের একটি ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন শ্যামল। দ্রুত তাঁকে নীচে নামিয়ে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সরস্বতীকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা মৃতার স্বামীকে মারধর করতে শুরু করেন। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ শ্যামল বর্মনকে আটক করে থানায় নিয়ে যায়। সোমবার দেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতার পরিবারের অভিযোগ, সরস্বতীর উপর তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত। দোষীদের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। অন্যদিকে নকশালবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে, মৃতার পরিবারের তরফে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। শ্যামল বর্মনকে আটক করে থানায় রাখা হয়েছে।
মুর্শিদাবাদে সন্ধেবেলা চলল গুলি, জখম ১
মুর্শিদাবাদ: গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার...
Read more