ডিজিটাল ডেস্ক : ত্রিপুরার পাশাপাশি আজ দিল্লির উপনির্বাচনেরও ফলাফল বেরিয়েছে এবং দেখা যাচ্ছে, রাজিন্দরনগর বিধানসভা উপনির্বাচনে আম আদমি পার্টি বড় জয় পেয়েছে। আর তারপরেই বিস্ফোরক ভঙ্গিতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) জানিয়েছেন, বিজেপির নোংরা রাজনীতির পরাজয় হয়েছে। জানা গিয়েছে, আম আদমি পার্টির দুর্গেশ পাঠক উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজেশ ভাটিয়াকে ১১ হাজার ভোটে হারিয়েছেন। ফলাফল প্রকাশ হতেই দিল্লির মানুষকে ধন্যবাদ জানিয়ে অরবিন্দ কেজরিওয়াল টুইট করেন এবং সেখানেই তিনি বলেন, মানুষ বিজেপির নোংরা রাজনীতিকে পরাজিত করেছে এবং আপের ভালো কাজের প্রশংসা করেছে। এই জয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও অভিনন্দন জানিয়েছেন। বিধানসভা নির্বাচনে জয়ের পর দিল্লিতে আপ প্রার্থীর উপনির্বাচনে এই জয় কার্যত আপের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : উপনির্বাচনের ফলাফল বেরোতেই অগ্নিগর্ভ আগরতলা, কংগ্রেসের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে