ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক দিন যাবত এসএসকেএম(SSKM) হাসপাতালে দীর্ঘ কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন পরিচালক তরুণ মজুমদার(Tarun Majumdar)। তাঁর অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছিল। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর হিমোডায়ালাইসিস করানোর সিদ্ধান্ত নেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। হাসপাতালে তরফ থেকে বৃহস্পতিবার দুপুরে জানানো হয়েছে, পরিচালক তরুণ মজুমদারের হিমোডায়ালাইসিস আপাতত শেষ হয়েছে। তিনি এই মুহূর্তে স্থিতিশীল। বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম হাসপাতালে তরুণ মজুমদার ষকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিকিৎসকদের সঙ্গে তরুণ মজুমদারের স্বাস্থ্য নিয়েও কথা বলেন। বৃহস্পতিবার সকালেই চিকিৎসকদের তরফ থেকে জানা যায়, পরিচালকের আচ্ছন্ন ভাব অনেকটাই বেড়ে গিয়েছে শরীরে ক্রিয়েটিনিন বেড়ে যাবার কারণে। আপাতত ডায়ালিসিস শেষ হলেও চিকিৎসকদের নজরদারিতেই থাকছেন পরিচালক। এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। কার্যত তরুণ মজুমদারের স্বাস্থ্য নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে তার অগুন্তী অনুরাগীদের।
অনুব্রতর চিকিৎসা করার নির্দেশ ছিল জেলা পরিষদ সভাপতির, বিস্ফোরক দাবি সুপারের
ডিজিটাল ডেস্ক : সিবিআই হেফাজত এড়িয়ে অনুব্রত মণ্ডল যখন বোলপুরের বাড়িতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ডেকে পাঠান, তখন থেকেই ব্যাপক চর্চা...
Read more