উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার, ২৫ মার্চ মুক্তি পেল এসএস রাজামৌলি পরিচালিত ছবি ‘আর আর আর’। ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, রাম চরণ। সেই সঙ্গে রয়েছেন বলিউডের দুই তারকা আলিয়া ভট্ট ও অজয় দেবগণ। জানা গিয়েছে, দিল্লিতে বেশ কিছু জায়গায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২১০০ টাকাতেও।
করোনার কারণে একাধিকবার এই ছবির মুক্তির তারিখ বদলেছে। অবশেষে এদিন মুক্তি পেল ‘আর আর আর’। ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন এসএস রাজামৌলি, জুনিয়র এনটিআর ও রাম চরণ। গোটা ছবি জুড়ে রয়েছে অ্যাকশন দৃশ্য, যা রাজামৌলির পরিচালনার অন্যতম আকর্ষণ। এই ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি যোগসূত্র দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন : বলিউডে ডেবিউ তিন স্টারকিডের