ডিজিটাল ডেস্ক : সম্প্রতি র্যামসে হান্ট সিনড্রোমে ( Ramsay Hunt Syndrome) আক্রান্ত হয়েছেন জাস্টিন বিবার (Justin Bieber)। তিনি ফেলতে পারছেন না চোখের পলক, এমনকি হাসতেও পারছেন না, অবশ হয়ে গিয়েছে মুখের একদিক।
র্যামসে হান্ট সিন্ড্রোম হলে কানের চারপাশে, মুখে বা মুখে একটি যন্ত্রনাদায়ক ফুসকুড়ি বের হয়। এতে থাকা ভেরিসেলা-জোস্টার ভাইরাস (varicella-zoster virus) মাথার একটি স্নায়ুকে সংক্রমিত করে। তার ফলেই মুখের অংশবিশেষ অবশ হয়ে যায়। এই ভাইরাসই চিকেন পক্স ( chickenpox ) এর মতো রোগের কারণ।
উপসর্গ-
১) কানে প্রচণ্ড ব্যথা
২) আক্রান্ত স্নায়ুর পাশে ও সংলগ্ন অঞ্চলে র্্যাশ বের হওয়া।
৩) একদিকের কানের শ্রবণশক্তি হ্রাস
৪) মাথা ঘোরার উপসর্গ
৫) মুখের একপাশে দুর্বলতা দেখা যায়।
৬) মুখের থেকে খাবার পড়ে যাওয়া
চিকিৎসা পদ্ধতি – এতে অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ করা হয়, যেমন প্রিডনিসোন। এটি শক্তিশালী অ্যান্টিইনফ্লেমেটরি ড্রাগ। অ্যান্টিভাইরাল ওষুধ, যেমন অ্যাসাইক্লোভির বা ভ্যালাসাইক্লোভির দেওয়া হয় অনেক সময়। কখনও কখনও স্টেরয়েড দিয়েও ব্যথা অব্যাহত থাকলে শক্তিশালী পেইনকিলার ওষুধেরও প্রয়োগ করা হয়। মুখের দুর্বলতা থাকাকালীন, চোখ পুরোপুরি বন্ধ না হওয়ার পর কর্নিয়াতে আঘাত যাতে না লাগে, তার জন্য চোখের প্যাচ ব্যবহার করা যেতে পারে। রাতে চোখের লুব্রিকেন্ট এবং দিনের বেলায় টিয়ারড্রপ ব্যবহার করা যেতে পারে যাতে চোখ শুকিয়ে না যায়।
যদি স্নায়ুর খুব বেশি ক্ষতি না হয় তবে কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে রোগী, নতুবা কয়েক মাস লেগে যেতে পারে।
আরও পড়ুন : এ কোন রোগে আক্রান্ত হয়েছেন জাস্টিন বিবার? কবে সুস্থ হবেন?