ডিজিটাল ডেস্কঃ ফ্রেশ হেলদি, ইয়ংগার লুকিং ত্বক কে না পেতে চায়? কিন্তু আমাদের চারপাশে এত দূষণ , এতে শরীরের সাথে সাথে আমাদের স্কিনের অবস্থারও বারোটা বেজে যায়। এদেশের ওয়েদারের জন্য বেশির ভাগ মানুষ অয়েলি অথবা কম্বিনেশন স্কিনের অধিকারী হয়, তবে ড্রাই স্কিনের মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। গরমে ড্রাই স্কিন কীভাবে ফ্রেশ ও হাইড্রেটেড রাখা যায়, তার কিছু টিপস জেনে নিন….
১. গরমে ড্রাই স্কিন এর যত্নে রাখুন হাইড্রেটিং ক্লেনজার
যেহেতু গরমেও ড্রাই স্কিনে টানটান ফিল হয়, তাই এমন কোনো ক্লেনজার ব্যবহার করা উচিত না যেটা স্কিনের ন্যাচারাল অয়েল বের করে স্কিনকে আরও ড্রাই করে ফেলবে। ফেইস ওয়াশ বা ক্লেনজার কেনার সময় খেয়াল রাখতে হবে সেটাতে যেন ময়েশ্চারাইজিং এলিমেন্ট থাকে। স্কিনকে জেন্টলি ক্লিন করবে, ময়েশ্চার লক করে রাখতে সাহায্য করবে।
২.উইকলি স্কিন কেয়ারে ফেইস মাস্ক অ্যাড করুন
গরমে ড্রাই স্কিন হেলদি রাখতে এমন ফেইস মাস্ক সিলেক্ট করুন যেটা ত্বকে হাইড্রেশন প্রোভাইড করবে। এক্ষেত্রে শিট মাস্ক বেস্ট অপশন, কোনো ঝামেলা ছাড়াই ইজিলি অ্যাপ্লাই করা যায়। জাস্ট প্যাকেট থেকে বের করে ফেইসে ১৫/২০ মিনিট লাগিয়ে রাখলেই হয়ে যায়। ফ্রিজে রেখে ব্যবহার করলে স্কিনে সুদিং ও কুলিং ইফেক্ট পাওয়া যাবে।
৩.সান প্রোটেকশন মাস্ট:
স্কিন কেয়ারে সান প্রোটেকশন আমাদের প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখতে হবে। কারণ আমাদের স্কিন ড্যামেজের জন্য প্রধানত দায়ী হচ্ছে সূর্যের তাপ ও কড়া রোদ। তাই বাইরে বের হবার আগে নিয়মিত সানস্ক্রিন অ্যাপ্লাই এবং ৩/৪ ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করার অভ্যাস গড়ে তুলুন। ড্রাই স্কিনের জন্য ক্রিমি ফর্মুলার সানস্ক্রিন বেছে নিতে পারেন।
৪.রুক্ষ-শুষ্কভাব দূর করতে বেছে নিন হাইড্রেটিং সিরাম
হাইড্রেটিং সিরাম ব্যবহার করে স্কিনের এক্সেস ড্রাইনেস থেকে রিলিফ পাওয়া যেতে পারে। হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম ড্রাই স্কিনের জন্য পারফেক্ট অপশন। এটি ড্রাইনেস দূর করে স্কিনকে ইয়াংগার লুকিং ও গ্লোয়ি করে তোলে। তবে বেসিক স্কিন কেয়ার রুটিন প্রোপারলি ফলো করলে আর বয়স ২০+ হলে তবেই সিরাম ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ মেকআপ ছাড়া বাইরে যান না? জানেন এতে ত্বকের কি ক্ষতি হচ্ছে………..