ডিজিটাল ডেস্ক: মনের মতো ত্বক পেতে প্রায় প্রত্যেক মহিলাই ফেসিয়াল, ফেস প্যাক, ফেস মাস্কের ব্যবহার করে থাকেন। ঘণ্টার পর ঘণ্টা তাঁরা পার্লারে সময় কাটান। তবে সুন্দর ত্বক পেতে গেলে এগুলোর পাশাপাশি এক্সফোলিয়েশন বা স্ক্রাব করাও খুব গুরুত্বপূর্ণ। চিনি কেবলমাত্র একটি দারুণ স্ক্রাবিং উপাদানই নয়, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দুর্দান্ত কাজ করে। চিনি দিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ময়লা, ডেড স্কিন দূর হয় এবং ত্বকের জেল্লা অনেক বাড়িয়ে তোলে। তাহলে দেখে নেওয়া যাক চিনির স্ক্রাব ব্যবহার করার কয়েকটি ঘরোয়া পদ্ধতি…
১) টমেটো ও চিনির স্ক্রাব:-টমেটো ত্বককে শান্ত করতে সাহায্য করে। একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন। তারপর ধীরে ধীরে পুরো মুখে ঘষতে থাকুন। কিছুক্ষণ স্ক্রাব করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২) হলুদ ও চিনির স্ক্রাব:- ত্বক ভাল রাখার জন্য হলুদ একটি দুর্দান্ত উপাদান। এটি ব্রণ দূর করে, ডার্ক সার্কেল কমায়,ট্যান কমায়। এক টেবিল চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এক চা চামচ চিনি যোগ করুন তাতে একটু মধু দিয়ে ভালভাবে মেশান ১৫-২০ মিনিট মুখে স্ক্রাব করলে ভালো ভাবে ফল পাওয়া যাবে।
৩) দই ও চিনির স্ক্রাব:- দই ব্রণ কমাতেও সাহায্য করে। এক টেবিল চামচ দইতে এক চা চামচ চিনি ও মধু দিয়ে মিশিয়ে মুখে লাগান। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। মুখের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে।
৪) গ্রিন টি ও চিনির স্ক্রাব:-গ্রিন টি হল অ্যান্টিঅক্সিডেন্ট, এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এক চা চামচ গ্রিন টি এবং এক চা চামচ চিনি নিন। এতে কয়েক ফোঁটা অলিভ অয়েল যোগ করুন। পেস্টটি পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ স্ক্র্যাবিং করুন তারপর মুখ ধুয়ে ফেলুন এর ফলে ত্বকের ময়লা এবং ডেড স্কিন অপসারণ করা যায়।
৫) মধু ও চিনির স্ক্রাব:-মধু একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। মধু ব্রণ পিম্পলের সমস্যাও দূর করে। এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি যোগ করুন এবং স্ক্রাব করুন স্ক্রাব করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।