ডিজিটাল ডেস্কঃ আজকাল চুল স্ট্রেট করা সব মেয়েদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পার্লারে গিয়ে চুল স্ট্রেট করলে অনেক খরচ যা সব সময়ে করা যায় না ইচ্ছা থাকলেও উপায় থাকে না, তাই কিছু দারুণ রেমেডির যা দিয়ে ঘরে বসেই চুল স্ট্রেট হয়ে যাবে তাও কোনওরকম কেমিক্যাল না দিয়ে। দেখে নিন কিভাবে
১) দুধ এবং স্ট্রবেরি:
দুধের মধ্যে ময়শ্চারাইজার আছে আমরা জানি। দুধ আবার চুলের জন্য প্রাকৃতিক স্ট্রেটনার হিসেবেও পরিচিত। এবার এই দুধের সাথে স্ট্রবেরি মিশিয়ে মাথায় মাখলে চুল স্ট্রেট হয়ে যায়।
>একবাটি দুধের সাথে দু চামচ মধু মিশিয়ে নিন।
>আগে থেকে থেঁতো করা স্ট্রবেরী এতে মিশিয়ে নিন।
>ভালো করে মাথায় মেখে একটি টাওয়েল দিয়ে মাথাটি জড়িয়ে রাখুন।
>২-৩ ঘন্টা পরে ধুয়ে শ্যাম্পু করে নিন।
২) ডিম এবং অলিভ অয়েল:
অনেকেই ডিমকে চুলের মাস্ক হিসেবে ব্যবহার করেন কিন্তু এটা কি জানতেন ডিম আর অলিভ অয়েল একসাথে চুলকে স্ট্রেট করতেও সাহায্য করে।
>দুটি ডিম এবং বড় চামচের এক চামচ অলিভ অয়েল নিন
>একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন।
>চুলগুলিকে কয়েকটি পার্টে ভাগ করে ব্রাশ দিয়ে মিশ্রণটি লাগিয়ে ফেলুন।
>শুকিয়ে যাওয়ার পরে ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন।
৩)অ্যালোভেরা :
অ্যালোভেরা আমাদের বেস্ট ফ্রেন্ড সেটা তো আগে থেকেই আমরা জানি। চুল ভাল রাখার সাথে সাথে স্ট্রেট করতেও যে পারে আমি নিশ্চিত এটা আপনার জানা ছিল না!
চুলে বিলি কেটে পুরো প্যাকটা মাথায় মেখে নিন।
>১ ঘন্টা পরে ভাল করে মাথা ধুয়ে ফেলুন।
একটি বাটিতে আধ কাপ নারকেল তেল এবং বড় ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
আরও পড়ুনঃ Home Remedies To Grow Thicker and Longer Eyelashes | চোখের পাতা ঘন করতে চান? রইল ঘরোয়া টোটকা