ডিজিটাল ডেস্ক : শুধু ছাদ বাগান করলেই হবে না, নিতে হবে সঠিক পরিচর্যা। ছাদে ছোট জায়গায় বাগান করার অন্যতম সমস্যা মাটি। অথচ মাটি ভালো না হলে গাছ ভালো হওয়া অসম্ভব। জেনে নিন কীভাবে সহজ পদ্ধতিতে উর্বর করবেন মাটি –
১) জৈব সার ব্যবহার : মাটির গুণমান উন্নত করতে মাটির সঙ্গে জৈব সার (Organic Fertilizers) ব্যবহার করতে পারেন। জৈব সার মাটির হিউমাস এবং জল ধারণ করার ক্ষমতা বাড়ায়। ভারতে সবচেয়ে সহজলভ্য জৈব সার হল গোবর সার। সারকে নাইট্রোজেন সমৃদ্ধ সারে রূপান্তরিত করতে অনেকসময় উদ্ভিদের পাতা যোগ করা যেতে পারে।
২) কম্পোস্টিং : জৈব বর্জ্য পুনর্ব্যবহার করার উপায় হিসেবে কম্পোস্টিং (Composting) খুবই কার্যকর একটিপদ্ধতি। কম্পোস্টিং-এর সবচেয়ে ভালো দিক, এটি জৈব পদার্থের দ্রবণীয় পুষ্টিকে স্থিতিশীল করে মাটিতে হিউমাস গঠন করে। টবের মাটির ওপর কয়েক সেন্টিমিটার পুরু করে তাই কম্পোস্ট প্রয়োগ করতে হয়।
৩) আগাছা দমন : টবের মাটিতে এমনিতেই সীমিত পরিমাণ খনিজ পদার্থ থাকে। এর ওপর আগাছা থাকলে তা মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে নেয়। এতে উর্বরতা নষ্ট হয় ও গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাই বাগানের মাটিতে আগাছা জন্মাতে না দেওয়াই ভালো ।
৪) কেঁচো : কেঁচো (Esrthworms) মাটি খুঁড়ে উর্বর করার পাশাপাশি নাইট্রোজেনের জোগান দিয়েও গাছকে পুষ্টি দেয়। তাই গাছের টবে কেঁচো থাকলে তা গাছের পক্ষেই উপকারী।
৫) সুষ্ঠু জল নিষ্কাশন ব্যবস্থা : খেয়াল রাখা দরকার টবে যেন অতিরিক্ত জল না জমে। এতে গাছের গোড়া পচে গিয়ে উর্বরতা কমে যেতে পারে।
আরও পড়ুন : জানেন কী লম্বা ব্যক্তিদের মধ্যে রোগের সম্ভাবনা বেশি ?