ডিজিটাল ডেস্কঃ স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরেই একা ছিলেন হৃত্বিক রোশন। এরপর হৃত্বিকের সঙ্গে সাবা আজাদের সম্পর্ক নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা যায়। তবে কখনোই হৃত্বিক এবং সাবা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেননি। কিন্তু এবার করণ জোহরের ৫০ বছরের জন্মদিনের পার্টিতে একেবারেই সামনাসামনি হাজির হলেন যুগল হিসেবে হৃত্বিক রোশন এবং সাবা আজাদ। বলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক করণ জোহরের ৫০ বছরের জন্মদিন পালন হয় মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওতে। আর সেখানেই প্রথম দেখা গেল হৃত্বিক রোশন এবং সাবা আজাদকে যুগলে। কার্যত তাঁরা খুব সাবলীলভাবে ক্যামেরার সামনে উপস্থিত হলেন। মুখে কিছু না বললেও হৃত্বিক এবং সাবার উপস্থিতি যে অনেক কিছুর জানান দিয়ে গেল, তা নিঃসন্দেহে বলা যায়।
আরও পড়ুনঃ শুটিংয়ে যাওয়ার পথে অভিনেত্রী অনন্যা গুহ পড়লেন দুর্ঘটনার কবলে