বহরমপুর: শহরের নোংরা জল ঢুকছে বিলে। ফলে নষ্ট হয়েছে লক্ষাধিক টাকার মাছ। বহরমপুর থানার অন্তর্গত ভাকুড়ি চালতিয়া বিলের ঘটনা। মঙ্গলবার সকাল থেকে বিলের জলে মরা মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। সারা বছর এই বিলের মাছ বিক্রি করে সংসার চলে মৎস্যজীবীদের। এমন ঘটনায় সমস্যায় পড়েছেন তাঁরা। প্রশাসন এবং পুরসভাকে এই বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
ভাকুড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সেক্রেটারি বিনয় হালদার জানান, গত দু’দিন ধরে মাছের মড়ক চলছে। ৮০ শতাংশ মাছ মরে গিয়েছে। তিনি আরও জানান, বহরমপুর শহরের সমস্ত নোংরা আবর্জনা জল ক্যানাল দিয়ে এই বিলে জমে। ক্যানালের জল যাতে বিলে না আসে সেই বিষয়ে পঞ্চায়েত ও পুরসভায় জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাঁর বক্তব্য, প্রায় ৯০ জন মৎস্যজীবী এই বিলের মাছের ওপর নির্ভরশীল। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : মুজনাই নদীর পাড়ভাঙনে দিশেহারা এলাকাবাসী