আসানসোলঃ দীর্ঘদিন ধরেই ফেরার কয়লা ও গোরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র (Binay Mishra)। এবার বিনয় মিশ্রের নামে হুলিয়া জারি হল আসানসোলের সিবিআই (CBI) আদালতে। বুধবারই আসানসোলের (Asansol) সিবিআই আদালত দিয়েছে এই অনুমোদন। বিনয় মিশ্রের খোঁজ দিতে পারলে নগদ এক লক্ষ টাকা পুরষ্কার দেওয়ার কথা ঘোষনা করেছে সিবিআই।
কয়লা ও গোরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে দীর্ঘদিন ধরেই খুঁজছে সিবিআই। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান দেশ থেকে পালিয়েছে বিনয়। গোরু ও কয়লা পাচার মামলায় ইতিমধ্যেই জেরা করেছে তৃণমূলের তাবড়তাবড় নেতাকে। একই মামলায় তার ভাই বিকাশ মিশ্র বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছে। বিনয় মিশ্রের মাধ্যমেই মূলত কোটি কোটি টাকা বিভিন্ন প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত বলে প্রাথমিকভাবে সিবিআই জানতে পেরেছে। তা তারা আদালতকেও জানিয়েছে। বিনয় মিশ্রকে ধরতে পারলে পাচারচক্রের মূল মাথা পর্যন্ত পৌঁছানো যাবে বলে মনে করছে সিবিআই। বিনয় মিশ্রের খোঁজ পেতে এবার আসানসোলের সিবিআই আদালতে তার নামে হুলিয়া জারি হয়েছে। বিনয় মিশ্রের খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা পুরষ্কার ঘোষনা করেছে সিবিআই। কোন অবস্থাতেই যিনি তার খবর দেবেন সেই ব্যক্তির নাম প্রকাশ্যে আসবেনা বলেও সিবিআইয়ের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন : বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টের