ডিজিটাল ডেস্ক: রমজান মাসের নিয়ম অনুযায়ী সন্ধ্যাবেলা হয় ইফতার। এবং এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এর উখিলায়। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হয় এবং তাতে যোগ দেন স্থানীয় মানুষজন। সূত্রের খবর, সন্ধ্যাবেলা কিছু না হলেও ভোর থেকে অনেকেরই পেটে ব্যথা, বমি, পায়খানা শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে অস্থায়ী স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। সেখানে মানুষজনকে পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। পরিস্থিতি বুঝে কিছু জনকে বড় হাসপাতালে পাঠানো হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: সিন্ডিকেট দৌরাত্ম্য সৌগত রায়ের বাড়ির সামনেই, ব্যাপক চাঞ্চল্য