কুশমন্ডি: পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল কুশমন্ডি ব্লকের বেড়ইল পঞ্চায়েতের দশটি গ্রামের শতাধিক বাড়ি। আজ ঠিক সন্ধ্যার আগে হঠাৎ করেই ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে ওই পঞ্চায়েত এলাকা। আচমকা ঘূর্ণিঝড়ে উড়ে যায় বাড়ির টিনের চাল। ভেঙে পড়ে অজস্র গাছ। মুহূর্তের মধ্যে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা পঞ্চায়েত এলাকা। গ্রামবাসীরা জানিয়েছেন, বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পড়েছে প্রায় দু’শো মিটার দূরে ফাঁকা মাঠে। খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন বিডিও অমরজ্যোতি সরকার সহ বিদ্যুৎ দপ্তরের লোকজন। বিডিও জানিয়েছেন হতাহতের কোনো খবর নেই। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা এলাকা। সূত্রের খবর, হরিশ্চন্দ্রাহার, সামপুর, খড়িকাদিঘি, ভুল্লাকুড়ি, রাঙাদিঘি, একডালা, বাহাকুড়ি সহ একাধিক গ্রামে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে।
আরও পড়ুনঃ লড়াইয়ে নেই বিরোধীরা, মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী তৃণমূল