রাকেশ শা, ঘোকসাডাঙ্গাঃ করোনায় লকডাউন পরিস্থিতির জেরে বাতিল করা হল মাথাভাঙ্গা-২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাউয়াগুড়ি গ্রামের হুড়কা মেলা। এবার এই মেলার ৪৪তম বর্ষ। সরকারি নির্দেশ মেনে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। শুধু বুধবার হুড়কা দেবের পুজো অনুষ্ঠিত হয়। পুরোহিতের মাধ্যমে পুরোনো মূর্তিতেই এদিন কোনওরকমে পুজো দেওয়া হয়। ইস্ট দেবতার এই মেলা না হওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ এলাকাবাসীদের।
প্রতিবছর মদনমোহন পূর্ণিমা উপলক্ষ্যে ঝড়ের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এই গ্রামে হুড়কা দেবের পুজো করতেন ডাউয়াগুড়ির বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের হিন্দু-মুসলিম সকলে মিলেই এই পুজো ও মেলায় মেতে ওঠেন। গ্রামের বাসিন্দা সুমিত্রা বর্মন, কণিকা দেবসিংহ, রাজলক্ষ্মী বর্মন সহ অনেকে জানান, ঝড়-বৃষ্টিতে ওই এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হত। কিন্তু, এই দেবতার পুজো করার পর থেকে তেমন কোনও বড় ধরনের বিপত্তি ঘটেনি বলে বিশ্বাস তাঁদের। এরপর থেকেই গ্রামের সকলে মিলে প্রচলিত রীতি মেনে এই পুজো করেন। পুজো উপলক্ষ্যে বসে মেলা।
করোনায় মহামারি, ঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এদিন নিয়ম মেনেই হুড়কা দেবতার পুজো করা হয়। স্থানীয় এক শিক্ষক কাওসার আলম বলেন, ‘মেলা না হওয়ায় এলাকাবাসীর মন খারাপ হলেও করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটিই সঠিক সিদ্ধান্ত। আগামী বছরের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।’ মেলা কমিটির তরফে অশ্বিনী দেবসিংহ বলেন, ‘এদিন শুধু পুরোহিত দিয়ে পুরোনো প্রতিমাতেই সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো অর্চনা করা হয়েছে। এবারের জন্য হুড়কা মেলা বাতিল করা হয়েছে।’