ঘোকসাডাঙ্গা: ত্রিকোণ প্রেমের কারণে প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিজের স্ত্রীকেই খুন করেছে স্বামী। মাথাভাঙ্গা-২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের দারিকামারি গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত স্বামীর নাম এক্রামূল হক। তিনি ভুটানে ঠিকাদারি করত। প্রায় ন’বছর আগে পুন্ডিবাড়ি থানা এলাকার মজিদা বেগম ওরফে নার্গিস পারভিনের সঙ্গে বিয়ে হয়। তাদের একটি সাত বছরের পুত্র সন্তান আছে। বর্তমানে আট মাসের গর্ভবতী ছিলেন মজিদা বিবি। অল্প কিছুদিনের মধ্যে ঠিকাদারি করে ভালো অর্থের মালিক হয় এক্রামূল। স্থানীয় কুশিয়ার বাড়ি বাজারে আধুনিক মানের একটি রেডিমেড কাপড়ের দোকান শুরু করে। সম্প্রতি একটি হার্ডওয়্যারের দোকান শুরু করে। এলাকায় ভালো ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিল।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বীরপাড়া যায়। সেখান থেকে জয়গাঁয় যায়। বাড়ি ফেরার পথে এশিয়ান হাইওয়েতে রহস্যজনকভাবে খুন হয় তাঁর স্ত্রী। গোটা ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পারে ত্রিকোণ প্রেমের কারণেই প্রেমিকা রাহেলা সুলতানাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে খুন করেছে বলে স্বীকার করেছে এক্রামূল। এক্রামূলের বাবা মকসেদ আলি জানান, বাড়িতে কোনওদিন ছেলে ও বউয়ের মধ্যে কোনও ঝগড়া বিবাদ কিছুই হয় নি। এই ঘটনা কোনও দিন ঘটবে তা টেরই পাই নি। এই ঘটনায় হতবাক পাড়া প্রতিবেশী থেকে পরিবারের সকলে।