মোথাবাড়ি: গৃহবধূকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মোথাবাড়ির আইলপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী, দেওর, শ্বশুর, শাশুড়ি সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোতমনসা গ্রামের অমর শেখের মেয়ে জেসমিন খাতুনের গত তিনবছর আগে পার্শ্ববর্তী বাগিচাপুর গ্রামের আব্দুল মোস্তাকিনের সঙ্গে বিয়ে হয়। আব্দুল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। স্বামীর অনুপস্থিতিতে বিয়ের পণের দাবিতে জেসমিনের উপরে অত্যাচার চলত বলে অভিযোগ। গ্রামবাসীরা সমস্যা মেটানোর চেষ্টা করলেও তা হয়নি। জেসমিনের বাবা ওমর শেখ গত এক বছর আগেই তার মেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসেন। দীর্ঘদিন বাপের বাড়ি থাকার পরে ফের জেসমিন শ্বশুরবাড়ি ফিরে গেলে নতুন করে শুরু হয় অত্যাচার।
অভিযোগ, জেসমিনের শ্বশুর, শ্বাশুড়ি ও দেওর মিলে তাঁকে মারধর শুরু করে। মাস চারেক আগে জেসমিনকে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলেও অভিযোগ। সেই সময় কোনও মতে পালিয়ে প্রাণে বেঁচে যায় সে। সে সময় মোথাবাড়ি থানার পুলিশ জেসমিনের পরিবারকে থানায় ডেকে সাবধান করে দেয়। কিন্তু বৃহস্পতিবার রাতে স্বামী আব্দুল মোস্তাকিন জেসমিনকে ডেকে নেয়। তাকে আইলপাড়ার কাছে এক পুকুর পাড়ে নিয়ে গিয়ে গলা টিপে খুন করে মৃতদেহ লোপাট করার চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু গ্রামবাসীরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় জেসমিনের মা আমিনা বিবি জামাই আব্দুল সহ পরিবারের চারজনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।