চাঁচল: মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। চাঁচল থানার কান্ডারণের ঘটনা। অভিযুক্ত স্বামী রাজেশ ঠাকুরের স্ত্রী শিলিগুড়িতে পরিচারিকার কাজ করতেন। ফলে বাড়িতে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ফোনে যোগাযোগ করেও পাওয়া যেত না। পরিচারিকার কাজ ছেড়ে দিতে বললেও মেনে নেননি ওই গৃহবধূ। এই নিয়ে প্রায়শই বিবাদ লেগে থাকত। বুধবার দুপুরে বাড়িতে একসঙ্গে খেতে বসেছিলাম রাজেশ ও তাঁর স্ত্রী। সেইসময় ফের তাঁকে শিলিগুড়ি ছেড়ে আসার কথা বলা হলেও মানেননি তিনি। অভিযোগ, এরপরই ক্ষুদ্ধ হয়ে মদ্যপ অবস্থায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাজেশ। এরপর চাঁচল থানায় এসে আত্মসমর্পণ করে সে। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, ধৃতকে বৃহস্পতিবার পাঁচদিনের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোরুর মৃত্যু
চাঁচল: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি গোরুর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচলের বাহাদুর শাহ জাফর স্টেডিয়ামের মাঠে। গোরুর মালিক নান্টু...
Read more