গঙ্গারামপুর: শ্বশুরবাড়িতে এসে স্ত্রী ও শ্যালকের মুখে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার বোয়ালদা এলাকায়। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত গৃহবধূ ও তাঁর ভাই বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, প্রায় একবছর আগে গঙ্গারামপুর থানা বোয়ালদা এলাকার সুপ্রিয়া বসাকের সঙ্গে পাড়িলা গ্রামের যুবক ঝন্টু সরকারের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের সময় সুপ্রিয়াকে শ্বশুরবাড়ি থেকে পড়াশোনার করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিয়ের পর সেই প্রতিশ্রুতি রাখেনি শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, এনিয়ে পারিবারিক অশান্তির পাশাপাশি গৃহবধূর উপর চলত মানসিক অত্যাচার। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের চাপ সহ্য করতে না পেরে গত দুর্গাপুজোর সময় ওই গৃহবধূ বাবার বাড়ি চলে আসেন। তারপর আর ফেরেননি। এরপর গতকাল রাতে আচমকাই ওই গৃহবধূর স্বামী স্ত্রী’র বাড়িতে এসে মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। অ্যাসিড গিয়ে পড়ে গৃহবধূর ভাইয়ের শরীরেও। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।