উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ যেন উলটপুরাণ! বিয়ের(wedding) আসরে নববধূর পা ছুঁয়ে প্রণাম করলেন স্বামী। একটি মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকল নেটদুনিয়া। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। নবদম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।
ভারতের যেকোনও প্রান্তেই বিয়ে হোক না কেন, সবক্ষেত্রেই এক নিয়ম। স্ত্রীরাই সবসময় স্বামীদের প্রণাম করেন। এই প্রথাই যুগ যুগ ধরে চলে আসছে। তবে সবকিছু এখন অনেকটাই আধুনিক হয়েছে। সবাই সব নিয়ম মানে না। তবে প্রণাম করার বিষয়টা এখনও মান্যতা পায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের আসরেই উপস্থিত সবার সামনে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন স্বামী। তাতে কিছুটা চমকে গিয়েছেন নববধূ। পরে ব্যাপারটি সহজ হয়। জানা গিয়েছে, মেয়েটির নাম দিতি গোরাড়িয়া ও ছেলেটির নাম অর্ণব রায়। দিতি নিজেই তাঁর বিয়ের ভিডিও ইনস্টাগ্রামে(instagram) আপলোড করেছেন।
দিতি গোরাড়িয়া ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “আমাদের পন্ডিত বিষয়টি পছন্দ করেননি। কিন্তু অনুষ্ঠানের শেষে সে কানে কানে বলেছিল, ‘তুমি খুবই ভাগ্যবতী’।“ বিবাহিত তরুণী আরও লেখেন, ‘এমন কাউকে বিয়ে করো যে সব অর্থেই তোমার সমান।‘ অর্ণবের এই কাজকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃএবার মেঘালয়ে তৃণমূলের নতুন অফিস, উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়