হেমতাবাদ: মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের চেষ্টা করল স্বামী। শনিবার বিকেলে হেমতাবাদ থানার আরাজি কাশিমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম বধূকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে হেমতাবাদ থানার পুলিশ।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জখম বধূর নাম সুফিয়া বেগম (২২)। তিনি বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামী আরশাদ আলিকে মারধর করেছে উত্তেজিত জনতা। তাঁকেও রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে। ওই বধূর পরিবারের তরফে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হেমতাবাদ থানার আইসি জয়ন্ত দত্ত বলেন, ‘একটি অভিযোগ জমা পড়েছে। তদন্ত চলছে।
আরও পড়ুনঃ বাইকের ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধ