হায়দরাবাদ: হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির দীর্ঘ জীবন কামনায় বলি দেওয়া হল ১০১টি ছাগল। পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করলেন পশু অধিকার রক্ষা সংগঠন পিপলস ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস বা পেটার সদস্যরা। এই অভিযোগের ভিত্তিতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। তেলেঙ্গানা পশু ও পাখি বলি নিষেধাজ্ঞা আইনের ৪ ও ৫বি ধারায় এবং পিসিএ আইনের ১১(১)এ, ১১(১)আই এবং ৩৮(৩) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি হায়দরাবাদের বাগ-ই-জাহানারা, মদনাপেট কলোনিতে ছাগলগুলিকে বলি দেওয়া হয়েছিল বলেই অভিযোদগ।
পেটার সদস্যরা জানিয়েছেন, তেলেঙ্গানা পশু বলি বিরোধী আইনের ৫-র বি ধারায় অনুযায়ী স্পষ্টভাবে বলা হয়েছে, কোনও ব্যক্তি জ্ঞানত জেনেশুনে তাদের অধিকারে বা তাদের নিয়ন্ত্রণে থাকা কোনও স্থানে কোনও বলিদানের অনুমতি দেবে না। ৪ নম্বর ধারা অনুযায়ী কোনও ব্যক্তিকে কোনও বলিদান কর্মসূচিতে অংশ নিতে বা পশু বলি দিতে নিষেধ করা হয়েছে। অভিযোগে পেটা জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা রয়েছে যে, লাইসেন্সপ্রাপ্ত কসাইখানাতেই শুধুমাত্র মাংসের জন্যই পশু বলি দেওয়া যাবে এবং স্থানীয় পুর কর্তৃপক্ষকেও এ ব্যপারে অবগত করতে হবে।
আরও পড়ুন : গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, তোপ মোদির