হায়দরাবাদ: অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী তারকা শাটলার সাইনা নেহওয়ালকে টুইটে অশালীন মন্তব্যের অভিযোগে অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে বুধবার মামলা দায়ের করল হায়দরাবাদ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেরণা নামে এক মহিলা এবিষয়ে সাইবার ক্রাইম উইংয়ে অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, অভিনেতা সিদ্ধার্থের দাবি, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। যদিও তা মানতে রাজি নন সাইনার সমর্থকরা।
ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার ত্রুটি নিয়ে করা সাইনার টুইট থেকে। পঞ্জাবের ঘটনা নিয়ে সাইনা লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত না থাকলে কোনও দেশ নিজেদের নিরাপদ বলতে পারে না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমন আক্রমণের নিন্দা করছি।’ যার জবাব দিতে গিয়ে সিদ্ধার্থ অশালীন শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ। এরপরই বিষয়টি নিয়ে পদক্ষেপ করে মহিলা কমিশন। মহারাষ্ট্র পুলিশের ডিজিপিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা টুইট করেছিলেন, ‘এই লোকটিকে শিক্ষা দেওয়া প্রয়োজন। টুইটার ইন্ডিয়া, এখনও এই লোকটি তোমাদের প্ল্যাটফর্মে আছে কীভাবে!’
সিদ্ধার্থের টুইটের জবাবে সাইনা বলেছিলেন, ‘জানি না ও কী বোঝাতে চেয়েছে। অভিনেতা হিসেবে ওকে বেশ পছন্দ করতাম। তবে এরকম ব্যবহার কাম্য নয়। নিজের অনুভূতি প্রকাশের জন্য এর থেকে ভালো শব্দ ব্যবহার করতেই পারত। দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোনও গুরুত্বপূর্ণ বিষয় না হলে কোনটা গুরুত্বপূর্ণ আমার জানা নেই।’ অবশেষে এদিন সিদ্ধার্থের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।
আরও পড়ুন : টুইটে সাইনাকে কুকথা, অভিনেতার কাজে ক্ষোভ