নয়াদিল্লি: ব্যতিক্রমী ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিত্সায় ম্যালেরিয়া সারানোর ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যেতে পারে বলে জানাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। যদিও তারা মুমূর্ষু করোনা রোগীদের ওপর ম্যালেরিয়ার প্রতিষেধক প্রয়োগের ব্যাপারে বেশ কিছু শর্ত আরোপ করেছে।
সোমবার সাংবাদিক বৈঠকে আইসিএমআরের বিশেষজ্ঞরা বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেই শুধু হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করা যাবে। এই ওষুধ তাঁদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে বলে মনে করা হচ্ছে।
কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ক্লোরোকুইন কতটা উপযোগী, তা নিযে গবেষণা করছেন আমেরিকা ও চিনের বিজ্ঞানীরা। রাজস্থানের কিছু চিকিত্সকও বলেছেন, এইচআইভি, ম্যালেরিয়া ও সোয়াইন ফ্লুয়ের ওষুধের ককটেলে সংক্রমণ কমেছে করোনা আক্রান্তের। তবে এখনও এইসব বিষয়ে চূড়ান্ত কথা বলার সময় আসেনি বলে মনে করে আইসিএমআর।
হাইড্রক্সিক্লোরোকুইনকে ছাড়পত্র দিলেও তার কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্স। বিধিষেধের মধ্যে আছে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর প্রয়োগ, করোনা রোগীদের চিকিত্সায় নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের শুধু এই ওষুধ প্রয়োগ, পর্যবেক্ষণে থাকা উপসর্গহীন করোনা আক্রান্তদেরও দেওয়া যেতে পারে৷ প্রেসক্রিপশন ছাড়া হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে না, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি হলে প্রয়োগ ও ওষুধের মাত্রা ঠিক করবেন অভিজ্ঞ চিকিত্সক।