ডিজিটাল ডেস্ক : নিয়োগ দুর্নীতি বাংলায় তোলপাড় রাজ্য। সম্প্রতি এই মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে। এ প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘কুন্তল তো ধরা পড়ল। কিন্তু কুন্তল যেখানে টাকা পৌঁছে দিল, তিনি কবে যাবেন? আমি বলছি, তিনি যাবেন। বাইশে যাননি, তেইশে যাবেন। ডিসেম্বরে যাননি, কিন্তু যেতে তাঁকে হবেই।’নাম না করে কাকে আক্রমণ করলেন শুভেন্দু? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, ডিসেম্বর মাসের তিনটি তারিখ উল্লেখ করে বড় ধামাকা হবে বলেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তেমন কিছু হয়নি ডিসেম্বরে। এই বিষয় নিয়ে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কম খোঁচাও খেতে হয়নি শুভেন্দু অধিকারীকে। তবে ডিসেম্বরে না হলেও জানুয়ারি মাস পরতে না পরতেই ঘটে গেল একাধিক ঘটনা। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। আর এরপরেই ফের একবার জানুয়ারি তত্ত্ব তুলে ধরলেন শুভেন্দু।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে খোঁচা সুকান্তের, নাম না করেই দিলেন হুঁশিয়ারি