সোনাপুর: নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগে আইসিডিএস সেন্টারের গাড়ি আটক করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। বুধবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার(Alipurduar) -১ ব্লকের তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাটকাপাড়া এলাকায়। এদিন ওহারির মাঠ সংলগ্ন আইসিডিএস সেন্টারে বিভিন্ন সামগ্রী দিতে আসলে ওই গাড়ি আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, সেন্টারের সামগ্রীগুলো নিম্নমানের। শিশুরা ওই সামগ্রী দিয়ে রান্না করা খাওয়ার বাড়িতে নিয়ে ফেলে দেয়। স্থানীয়রা জানান, খাদ্যসামগ্রীগুলো প্রতিবার রাতে কেন আনা হয়, সেই প্রশ্ন তোলেন তাঁরা। এছাড়াও খারাপ চাল এবং ডাল নিয়েও প্রশ্ন তোলা হয়। এদিন কয়েক ঘণ্টা আটকে রাখার পর গাড়িটি ছেড়ে দেওয়া হয়। এবিষয়ে এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাণী ওরাওঁ বলেন, ‘বিষয়টি শুনেছি। খারাপ জিনিস দেওয়া হয়েছে দেখে মানুষ ক্ষোভ দেখিয়েছে। বিষয়টি নিয়ে ওই দপ্তরে অভিযোগ জানাব।‘
আরও পড়ুনঃ তুফানগঞ্জ বাস টার্মিনাস থেকে শুরু হল বাস চলাচল, খুশি যাত্রী সাধারন