মালদা: বকেয়া বেতন, কাজের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভে শামিল আশাকর্মীরা। শুক্রবার দুপুরে পুরাতন মালদা ব্লকের মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পুরাতন মালদা ব্লক শাখা সংগঠনের মহিলারা বিক্ষোভ দেখান।
আশাকর্মীরা জানান, তাঁরা ১২ বছর ধরে কাজ করছে। কিন্তু নির্দিষ্টভাবে কোনও বেতন তাঁরা পাচ্ছে না। ৮ মাসের বেতন বন্ধ রয়েছে। ইন্সেন্টিভ পান নি। কাজের নির্দিষ্ট কোনও সময়সীমা নেই। কিছু কিছু ক্ষেত্রে তাঁদের টাকা দেওয়া হলেও সেটা কোন খাতে দেওয়া হচ্ছে তা পরিষ্কার করে জানা যায় না। এই সমস্ত দাবিতে তাঁরা এদিন স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংশ্লিষ্ট ব্লকে স্মারকলিপি জমা দিয়েছে।
আরও পড়ুন : বামপন্থার কোনও বিকল্প নেই, মানুষ তা বুঝিয়ে দেবে: সুজন