নয়াদিল্লি: সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার কথা জানাল কেন্দ্র। এই পরীক্ষাগুলি ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে হওয়ার কথা ছিল। এদিন কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে, এদিন আইসিএসই বোর্ডের সমস্ত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেদিকে খেয়াল রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
- Advertisement -