কলকাতা: ‘আমার লুক চেঞ্জ করেছি, মতাদর্শ বদলাইনি’ ভোটের মরশুমে দলবদল নিয়ে টলি তারকাদের কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পাশাপাশি তিনি আরও লেখেন, ‘খুব হতাশ লাগছে। কাউকে ঠিক চিনি না মনে হচ্ছে বা আমি হয়তো আজকের দিনে অচল। স্বভাবতই ঠোট কাঁটা শ্রীলেখা। কোনও কথা বলতেই পিছপা হন না তিনি। এবারও একই নিদর্শন দিলেন।
- Advertisement -
বুধবার একাধিক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। খোদ মুখ্যমন্ত্রীর হাত থেকে তুলে নিয়েছেন দলীয় পতাকা। তাতেই কিছুটা রুষ্ট হয়েছেন বাম মনভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা। এর আগেও তৃণমূলে যোগ দেওয়া নিয়ে সায়নী ঘোষকে কটাক্ষ করেছেন তিনি। টলিউডের চেনা মুখ বদলে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। তাঁর এই পোস্ট ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে শোরগোল। কেউ সমর্থনে আবার কেউ বিপক্ষে অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন।