ডিজিটাল ডেস্ক , কলকাতা : মিউচুয়াল ফান্ড সংস্থা আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্টকে কিনে নিল বন্ধন ব্যাংকের নেতৃত্বাধীন কনসর্টিয়াম।এই হস্তান্তরের মূল্য ৪,৫০০ কোটি টাকা। অ্যাসেট ম্যানেজমেন্ট বা মিউচুয়াল ফান্ড ব্যবসার ক্ষেত্রে আজ পর্যন্ত দেশের মধ্যে এটাই সবচেয়ে বড় হস্তান্তর।
মাত্র সাত বছর আগে ব্যাংকিং লাইসেন্স পেয়েছে বন্ধন। এতদিন ব্যাংকিং পরিষেবাতেই আটকে ছিল সংস্থাটি।এবার আর্থিক পরিষেবার বৃহত্তর ক্ষেত্রে পা রাখতে চলেছে বন্ধন। যেখানে তাদের প্রতিযোগিতা করতে হবে আইসিআইসিআই, এইচডিএফসি এবং এসবিআইয়ের মতো শীর্ষস্থানীয় সংস্থার সঙ্গে। বন্ধনের নেতৃত্বাধীন কনসর্টিয়ামে বন্ধন ব্যাংকের মূল সংস্থা বন্ধন ফিনান্সিয়াল হোল্ডিংয়ের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৪০ শতাংশ শেয়ার আছে সিঙ্গাপুরের সংস্থা জিআইসির অধীনস্থ সংস্থা লাথে ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এবং ভারতীয় সংস্থা ক্রিস ক্যাপিটালের। বন্ধনের এই সাফল্যকে নজরকাড়া আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কেনার দৌড়ে ছিল মার্কিন সংস্থা ইনভেসকো। তারা হাত মিলিয়েছিল ওয়ারবাগ পিনকাস এবং কেদারা ক্যাপিটালের সঙ্গে। আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্টের পাশাপাশি আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট ট্রাস্টি কোম্পানিও হাতে পাবে বন্ধন ব্যাংক।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আর্থিক ক্ষেত্রের ব্যবসায় গত কয়েক বছরে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে মিউচুয়াল ফান্ড ব্যবসা। সেই হার প্রতিনিয়তই বাড়ছে। মিউচুয়াল ফান্ড ব্যবসায় বন্ধন ব্যাংকের প্রবেশ তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাঁরা। যদিও এখনই তাঁদের পরিকল্পনার কথা খোলসা করেনি বাংলার এই ব্যাংকটি।
আরও পড়ুন : ভিআই কমছে, বাড়ছে জিও