আসানসোল: এবছরের মতো উমা বিদায়। করোনা আবহে বিধিনিষেধ ও হাইকোর্টের নির্দেশ মেনে আসানসোল শিল্পাঞ্চলজুড়ে পুজো হয়েছে। আবহাওয়া বিরূপ থাকার কথা বলা হলেও একমাত্র নবমী বাদে শিল্পাঞ্চলে পুজোর দিনগুলোতে আকাশ ছিল পরিষ্কার। দশমীর সকাল থেকে পুজো মণ্ডপগুলোতে ছিল বিষাদের সুর। প্রথমে কলা বউ বিসর্জন। পরে মহিলাদের সিঁদুর খেলা। বিকেল থেকেই শুরু হয় প্রতিমা বিসর্জন। দামোদর, অজয় ও বরাকর নদী থেকে পাড়ার পুকুরে চলে প্রতিমা বিসর্জন। শনিবার একাদশীর সকাল থেকে আবার শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশমীতে অধিকাংশ প্রতিমা বিসর্জন হয়েছে। বাকি সব আগামী দু’দিনের মধ্যে হয়ে যাবে।
পুলিশ কর্মীর দেহ উদ্ধার
আসানসোল: পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে চাঞ্চল্য ছড়াল আসানসোল (Asansol) উত্তর থানার রেলপারের মহুয়াডাঙ্গা এলাকায়। আবাসন...
Read more