চাঁচল: রমজান উপলক্ষ্যে ইফতারের আয়োজন করা হল মালদার চাঁচলে। সোমবার সন্ধ্যায় চাঁচল-১ ব্লকের মতিহারপুর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয় দরিয়াপুর মাঠে। উপস্থিত ছিলেন মালতিপুরের প্রাক্তন বিধায়ক আলবেরুনি জুলকারনাইন, চাঁচল-১ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল হক মহিলা ছাত্র কংগ্রেসের রাজ্য সভানেত্রী রোজিনা খাতুন ও মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রনারায়ণ মজুমদার সহ এলাকার মানুষ। এদিন ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রপরিষদের ছাত্র নেতা আলবেরুনি।
মতিহারপুর অঞ্চল কংগ্রেস কমিটির সভাপতি কামালুদ্দিন বলেন, ‘ছয় শতাধিক মানুষ ইফতারে শামিল হয়েছিলেন। ইফতার মহফিলে সবাইকে একত্রিত করতে পেরে আমরা খুশি।’ অন্যদিকে, এদিন চাঁচল-২ নং ব্লকের জালালপুর মাঠে ইফতার মহফিলের আয়োজন করা হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। সংস্থার সম্পাদক আব্দুর রশিদ জানান, প্রায় এক হাজার মানুষ ইফতার শামিল হয়েছিল।