উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২০-র ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের ১৯ বছরের তরুণী ইগা সোয়াটেক। শনিবার রোলাঁ গারোয় টিন-এজার পোলিশ তরুণী ইগা ৬-৪, ৬-১ সেটে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ও বর্তমানে বিশ্ব ব়্যাংকিংয়ে ৪ নম্বরে থাকা সোফিয়া কেনিনকে কার্যত উড়িয়ে দিয়েছেন।
ইগা দ্বিতীয় কনিষ্ঠতম (১৯ বছর) হিসেবে ফরাসি ওপেনের ফাইনাল উঠেছেন। এর আগে ২০০১ সালে কিম ক্লিস্টার্স (১৮ বছর) সর্বকনিষ্ঠ হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। ইগা সোয়াটেকই প্রথম পোলিশ, যিনি গ্র্যান্ডস্লাম জিতলেন। প্রতিযোগিতা শুরুর আগে তিনি বিশ্ব ব়্যাংকিংয়ে ৫৪ নম্বরে ছিলেন।
বছর ১৯-এর ইগা সম্প্রতি তাঁর হাইস্কুল ডিপ্লোমা অর্জন করেছেন। অন-কোর্ট ইন্টারভিউয়ে ইগা হাসতে হাসতে বলেন, ‘কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি খুব খুশি।‘