কিশনগঞ্জ: নাকা চেকিং করার সময় বিদেশি মদ বাজেয়াপ্ত করল পুলিশ। রবিবার কিশনগঞ্জের বাহাদুরগঞ্জ থানার পুলিশ এলআরপি চকে নাকা চেকিং করার সময় একটি চার চাকা গাড়ি থেকে প্রায় ১০৪ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করে।
এই মদ পাচারে অভিযুক্ত একজন মহিলা সমেত মোট চারজন পাচারকারীদের পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া মদ পাচারে ব্যবহৃত গাড়িটি ছাড়া ধৃতদের থেকে পাঁচটি মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছে। একথা বলেন মহকুমা পুলিশ আধিকারিক আনোয়ার জাবেদ আনসারি।
সূত্রের খবর, মদ উত্তর দিনাজপুর জেলার সূর্যাপুর থেকে বিহারের খাগরিয়া ও নৌগাছিয়া নিয়ে যাওয়া হচ্ছিল। অপরদিকে, এই ঘটনায় ধৃতদের আদালতে তোলা হবে।
আরও পড়ুন : স্বাস্থ্যকেন্দ্রে মানসিক ভারসাম্যহীন, সমস্যা মহিলা ওয়ার্ডে