জলপাইগুড়ি: বিপুল পরিমাণ অবৈধ মদ সহ দু’জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। সোমবার দুপুরে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালামোড় এলাকায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল রাজেশ মাহাতো এবং কমলেশ রায়। অন্যদিকে, ঘটনায় দীপক মাহাতো নামে অপর এক অভিযুক্ত পালিয়ে যায়। ধৃতরা দু’জনেই বিহারের বাসিন্দা।
- Advertisement -
জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদ অসম থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। মদের কোনও বৈধ কাগজ না থাকায় পুলিশ সেগুলি আটক করে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই শ্রীকান্ত বলেন, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।