হলদিবাড়ি: করোনা আতঙ্কে আতঙ্কিত বিশ্ববাসী। জীবন বাঁচাতে গোটা দেশে চলছে আপাতত ২১ দিনের লকডাউন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান বাদ দিয়ে বন্ধ প্রায় সব দোকান। মদের কাউন্টারগুলিও বন্ধ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মদের কালোবাজারিতে মেতেছে। এমনই অভিযোগ ওঠার পর অভিযানে নামল হলদিবাড়ি থানার পুলিশ।
মঙ্গলবার বাংলাদেশ সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ বাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে দেশি মদের ভাটি(দোকান) সংলগ্ন এলাকা থেকে মোট আট পেটি দেশি মদ উদ্ধার হয়। যদিও ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার সঙ্গে দেওয়ানগঞ্জ বাজারের মদের কাউন্টারের মালিকের মদত রয়েছে। নাহলে বন্ধের সময় এতো মদের বোতল আসল কোথা থেকে? প্রশ্ন তোলেন তাঁরা। অবৈধভাবে অধিক মুনাফার লোভে মদের কাউন্টার থেকে ওই মদের পেটি বের করে বাজারে বিক্রি করার ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের আরও অভিযোগ, লকডাউনের যুযোগে প্রায় তিন থেকে চারগুণ অধিক দামে সেই মদ বাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী সহ এসিউসিআই-র মহিলা সংগঠন মহিলা সাংস্কৃতিক সংঘ।
এইবিষয়ে হলদিবাড়ি থানার আইসি দেবাশিস বসু বলেন, ‘অভিযান চালিয়ে ৯৬ লিটার মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার টাকা। এই অভিযান লাগাতার চলবে।’