হলদিবাড়ি, ২ মেঃ বুধবার অবৈধ মদের ঠেক ভাঙল প্রমীলা বাহিনী। ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের আঙুলদেখা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, আঙুলদেখা বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত মার্কেট কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে মদের ঠেক চলছিল। স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মদের বোতল এবং একটি বাইক বাজেয়াপ্ত করে। অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি।
- Advertisement -