ফাঁসিদেওয়া, ৪ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার গভীর রাতে বনদপ্তরের হাতে ২ পাচারকারী ধরা পড়ল। বনদপ্তর প্রায় ৫০ লক্ষ টাকার অধিক বাজার মূল্যের টিক কাঠ এবং পাচারে ব্যবহৃত লরি বাজেয়াপ্ত করেছে। ধৃত দিনেশ কুমার (৩৫) উত্তর প্রদেশ ও রাকেশ কুমার (৩৬) বিহারের বাসিন্দা। বনদপ্তর সূত্রে খবর, আসাম থেকে শুয়োর বহনকারী গাড়িতে আলাদা চেম্বার তৈরি করে চোরাই টিক কাঠ এবং কাঠের তৈরি আসবাবপত্র ডিমাপুর থেকে বিহারে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় অভিযুক্তদের ঘোষপুকুর-খড়িবাড়ি রোড থেকে পাকড়াও করা হয়। ধৃতদের ব্যবহৃত একাধিক মোবাইল ও অন্যান্য সামগ্রীসহ লরিটিকে আটক করা হয়েছে। ঘোষপুকুর বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন, পাচারকারীদের চক্র ভেঙে গিয়েছে। চোরাই কাঠ পাচারের চক্রে আর কেউ জড়িত কিনা তা নিয়ে তদন্ত চলছে।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more