ডিজিটাল ডেস্কঃ রামপুরহাটের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্য জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে তৎপর হয়ে প্রতিদিনই রাজ্যের কোন না কোন জায়গা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে রাজ্য পুলিশ। এবার শহর কলকাতা থেকেও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, সল্টলেকের ছয়নাভি এলাকায় হানা দিয়ে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে দু রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃত দুষ্কৃতীদের সঙ্গে অন্য কারোর যোগাযোগ আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি করার সময় এক যুবককে আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করল রাজারহাট থানার পুলিশ। খুব স্বাভাবিকভাবেই কলকাতায় এভাবে বেআইনি অস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ দুর্ঘটনায় আহত কিশোর, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর