শিলিগুড়ি: এবার বেআইনি অস্ত্রের সন্ধান মিলল শিলিগুড়িতে (Siliguri)। একটি পিস্তল ও কার্তুজ সহ দু’জন যুবককে গ্রেপ্তার করে শিলিগুড়ির প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, ধৃত দু’জনের নাম পঙ্কজ মাহাতো ও শিবা বর্মন। তাঁরা রতনলাল ব্রাহ্মণ বস্তি এলাকার বাসিন্দা। পুলিশি অনুমান, ধৃত দু’জন বেশ কিছুদিন ধরেই এলাকার বাসিন্দাদের ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছিল। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই চক্রান্তের পেছনে আর কারও হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে টাকা আদায়, তৃণমূল নেত্রীর ভিডিও ভাইরাল