শিলিগুড়ি: প্রায় ৪০ লক্ষ টাকার কাঠ সহ একজনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। রবিবার রাতে জটিয়াকালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম রাহিল খান (৩০)। বাড়ি রাজস্থানে।
এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে হরিয়ানার নেমপ্লেট দেওয়া ওই গাড়িটিকে আটক করে। তল্লাশি চালাতেই সেখান থেকে প্রায় ৫৬০ সিএফটি টিক কাঠ উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। ত্রিপল দিয়ে ঢেকে গাড়িতে করে ওই কাঠ অসম থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়। কাঠ সহ গাড়িটিকেও উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে বন দপ্তরের তরফে কাঠ উদ্ধার হয়েছিল। সেই চক্র ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।