চালসা, ২৩ ফেব্রুয়ারিঃ অবৈধ শাল কাঠ উদ্ধার করলেন চালসা রেঞ্জের বনকর্মীরা। বাতাবাড়ি চা বাগানের ৬ নম্বর লাইন থেকে ওই কাঠ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, শনিবার রাতে ১৫-২০ জনের কাঠ চোরের একটি দল দুটি ঠ্যালায় করে শাল গাছের দুটি গুঁড়ি নিয়ে যাচ্ছিল। তবে বনকর্মীদের এই অভিযান টের পেয়ে ঠ্যালা সমেত কাঠ রেখে পালিয়ে যায় তারা। শাল গাছের গুঁড়ি দুটি উদ্ধার করে খরিয়ার বন্দর ক্যাম্পে নিয়ে আসেন বনকর্মীরা। উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গিয়েছে। চালসার রেঞ্জার পল্লব মুখোপাধ্যায় জানান, আগামীদিনেও এই ধরনের অভিযান চলবে।
‘চাকরি সব উঠিয়ে দিল’, বাজেট নিয়ে তীব্র কটাক্ষ মমতার
ডিজিটাল ডেস্ক : চলতি আর্থিক বর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) । আর বাজেট পেশ হতেই তীব্র...
Read more