বীরপাড়াঃ বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের অন্তর্গত দলগাঁও রেঞ্জের দলমোর বনাঞ্চল থেকে লাগাতার বেআইনিভাবে বহুমূল্য সেগুন গাছগুলি কেটে পাচার করা হচ্ছে। শনিবার আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার দলমোর ৪ নম্বর বস্তিতে দু’টি পৃথক অভিযান চালিয়ে বীরপাড়া থানার পুলিশ ও বন দপ্তরের দলগাঁও রেঞ্জের কর্মীরা প্রায় সাড়ে চার লক্ষ টাকা মূল্যের ১৩৯ সিএফটি সেগুন কাঠ বাজেয়াপ্ত করেন। অভিযানে নের্তৃত্ব দেন বীরপাড়া থানার ওসি পালজার ভুটিয়া ও দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা।
দোরজি শেরপা বলেন, ‘প্রথমে ওই এলাকার ঝোপের মধ্যে লুকিয়ে রাখা সেগুন গাছের সাতটি গুঁড়ি উদ্ধার করা হয়। পরে ওই এলাকার একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর চেরাই করা সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়। বাড়ির সদস্যরা পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’