লাটাগুড়ি: ছোট গাড়িতে পাচার হচ্ছিল শাল কাঠ। সোমবার লাটাগুড়ির নেওড়া মোড়ের কাছে লক্ষাধিক টাকার শাল কাঠ সহ এক পাচারকারীকে আটক করল বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা। ঘটনায় জড়িত বাকি তিনজনের খোঁজ চলছে।
এদিন একটি গাড়ি চালসার দিক থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা নেওড়া মোড়ের কাছে গাড়িটিকে আটকে তল্লাশি চালাতেই শাল কাঠ উদ্ধার হয়। সেই সময় গাড়িতে থাকা তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও, একজনকে আটক করেন বনকর্মীরা। গাড়িটিকেও আটক করা হয়। বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের বড়দিঘির বিটের বিট অফিসার স্বাধীন চক্রবর্তী জানান, আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে।