ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এই মুহুর্তে রীতিমত টালমাটাল। প্রধানমন্ত্রী ইমরান খানের(imran khan) বিরুদ্ধে আজকে দ্বিতীয়বার অনাস্থা প্রস্তাব আনার কথা সংসদে। কিন্তু সেই অধিবেশনে গরহাজির প্রধানমন্ত্রী নিজেই। এই নিয়েই এখন পাকিস্তানের রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন। প্রসঙ্গত, এর আগের বারেও অনাস্থা প্রস্তাব নিয়ে যখন পার্লামেন্টে আলোচনা হয় এবং ভোটাভুটি হয় সে সময় উপস্থিত ছিলেন না ইমরান খান। বিরোধীদের যুক্তির বিরুদ্ধে পালটা যুক্তি না সাজিয়ে কেন অনুপস্থিত ইমরান খান? সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, তিনি নিজের গদি বাঁচানোর প্রস্তুতি নিচ্ছেন। আপাতত ইমরানের দলের নেতাদের বক্তব্য হল, আগের দিন জাতির উদ্দেশ্যে বার্তা দিয়ে ইমরান খান অনাস্থা নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এই অনাস্থা প্রস্তাব কার্যত ইমরান খানকে যে চাপের মুখে ফেলেছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। এবং অনাস্থা প্রস্তাব পাস হলেই কার্যত ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময়কাল যে শেষ, সে ব্যাপারেও নিশ্চিত থাকা যায়।
আরও পড়ুনঃ এবার শ্রীলঙ্কায় অনাস্থা প্রস্তাব পেশ করার কথা ঘোষণা করলেন সাজিত প্রেমদাসা