ডিজিটাল ডেস্কঃ ভারতের ক্ষমতায় বর্তমানে রয়েছে বিজেপি। আর এই বিজেপি সরকারকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান(Imran Khan)। প্রসঙ্গত, ভারত পাকিস্তান মন কষাকষি আজকের নয়, বহুদিনের। অবশ্য দু দেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বহুবার আলোচনা হয়েছে, কিন্তু কোন ফল হয়নি। আর এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারতে যদি বিজেপি ক্ষমতায় থাকে, তাহলে দু দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া অত্যন্ত কঠিন।
ইমরান খানের বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্যাপক চর্চা। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানে প্রকাশ্য জনসভায় গুলিবিদ্ধ হয়েছিলেন ইমরান খান। এই হামলার দায়ভার চাপিয়েছেন তিনি বর্তমান পাকিস্তান সরকার এবং পাক সেনার বিরুদ্ধে। ইমরান খানের ওপর হামলার অভিযোগ মানেননি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লা। তিনি আবার পালটা ভারতীয় গোয়েন্দা বাহিনীর র এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আর এই আবহে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান ভারত সরকারকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন। ইমরান খান বলেন, দু দেশের মধ্যে সুসম্পর্ক হলে লাভবান হবে সীমান্তের দুই দেশ। কিন্তু কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান ধরে রেখেছে, তা দুই দেশের মধ্যে সম্পর্ক কোনদিনও ভালো হতে দেবে না।
ইমরান খান একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমার ধারণা এটা সম্ভব। কিন্তু বিজেপি সরকারের নীতি ভীষণ কঠিন। তাদের একটা জাতীয়তাবাদী ধ্যানধারণা রয়েছে। এমন পরিস্থিতিতে কোনও পদক্ষেপ করা যায় না, এটা খুবই হতাশার। জাতীয়তাবাদী ধ্যান ধারণার জিন একবার বোতল থেকে বেরিয়ে পড়লে তা বোতলে ফেরানো কঠিন।” ইমরান খানের মন্তব্য নিয়ে এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে বড়সড় প্রভাব ফেলবে, তা নিঃসন্দেহে বলা যায়।