উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৪ সালে উচ্চমাধ্যমিকে বসার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) । ফর্ম ফিলাপের ক্ষেত্রে আধার কার্ড ও জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক বলে জানিয়েছে সংসদ। সুপ্রিম কোর্ট একটি রায়ে জানিয়ে দিয়েছে যে, কোনও বিষয়েই আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। তা হলে উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণের ক্ষেত্রে কী ভাবে আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুরু হয়ে গিয়েছে একাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইনে রেজিস্ট্রেশন। এই একাদশের পড়ুয়ারাই ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, যারা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাঁদের রেজিষ্ট্রেশনের সময় বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে আধার কার্ড ও জাতিগত শংসাপত্র। এই বিজ্ঞপ্তি জারির পর থেকেই বিভিন্ন স্কুলের তরফে জানানো হয়েছে যে অনেক ছাত্রছাত্রীর নেই আধার কার্ড।এই প্রসঙ্গে সংসদ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘রেজিস্ট্রেশনের সময় অনেক স্কুলই জানিয়েছে, তাদের কিছু পড়ুয়ার এখনও আধার কার্ড হয়নি। ফলে নথিভুক্তিতে সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে আমরা আপাতত রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড ও জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক করছি না। তবে এই পড়ুয়ারা যখন ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার আগে ফর্ম পূরণের সময় এই দু’টি নথি বাধ্যতামূলক করা হচ্ছে। তাই ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই সব ছাত্রছাত্রীকে আধার কার্ড করিয়ে নিতে বলা হয়েছে।’
কোনও বিষয়েই আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না, তা আগেই সুপ্রিম কোর্ট একটি রায়ে জানিয়ে দিয়েছে। তা হলে উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণের ক্ষেত্রে কী ভাবে আধার কার্ড বাধ্যতামূলক কেন করা হল তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। এই প্রসঙ্গে সংসদের তরফে দাবি করা হচ্ছে সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকার পরীক্ষার ফর্ম পূরণের সময় আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সে কারণেই উচ্চমাধ্যমিকে ফর্ম পূরণের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড ও জাতিগত শংসাপত্রকে।
আরও পড়ুন : ‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে মনোনয়ন জমা দিতে দেব না’, হুঁশিয়ারি বিজেপি সাংসদ লকেটের