অসম, ২২ মার্চঃ অসমে ৪ বছরের এক শিশুর করোনার সংক্রমণের আশঙ্কা করা হয়েছিল। যা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা রাজ্য। কিন্তু ওই শিশুর নমুনার পরীক্ষায় নেগেটিভ আসতেই গোটা রাজ্যবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার টুইট করে জানান, জোরহাটে একটি ৪ বছরের একটি শিশুকে প্রথমে করোনা আক্রান্ত সন্দেহ করা হয়েছিল। কিন্তু এরপর দফায় দফায় তার নমুনা পরীক্ষার পর রবিবার চুরান্ত রিপোর্ট আসার পর জানা যায় সে করোনা আক্রান্ত নয়। সুতরাং আশঙ্কা করা হলেও অসমে এখনও করোনা ভাইরাসের সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, গত ২০ মার্চ ওই শিশুকে নিয়ে তার মা জোড়হাট মেডিক্যাল কলেজে হাসপাতালে আসে। চিকিৎসক ওই শিশুকে পরীক্ষায় করে শরীরে করোনার কিছু উপসর্গ পান। এরপরেই শিশুর দেহ থেকে নমুনা সংগ্রহ করে ডিব্রুগড়ে আইসিএমআর-এর পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছিল, তার ফলাফল নেগেটিভ এসেছে। নিশ্চিত হতে দ্বিতীয় নমুনাও পাঠানো হয় গবেষণাগারে। রবিবার সেই রিপোর্টও নেগেটিভ আসে।
কংগ্রেস থেকে সাসপেন্ড প্রীনীত কৌর, এবার কি তাহলে বিজেপিতে?
ডিজিটাল ডেস্ক : কংগ্রেস দল থেকে আগেই চলে গিয়েছিলেন অমরিন্দর সিং। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তাঁর স্ত্রী প্রীনীত...
Read more