ডিজিটাল ডেস্ক : দিল্লির শ্রদ্ধা ওয়ালকার হত্যার ঘটনা নিয়ে কার্যত দেশ জুড়ে সারা পড়ে গিয়েছে। এবার এই হত্যার ছায়া এসে পরল এই বাংলায়। শ্রদ্ধাকে যেভাবে তাঁর লিভ ইন পার্টনার তথা প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা হত্যা করেছে বলে অভিযোগ উঠছে, ঠিক সে রকমই খড়্গপুরে (Kharagpur) প্রেমিকাকে মেরে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। প্রসঙ্গত জানা গিয়েছে, খড়গপুরের বাসিন্দা পবিত্রা প্রেমিক তরুণ সিংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু তাঁদের পরিবার এই সম্পর্ক মেনে নেয় নি। তখন তাঁরা পরিবারের আপত্তি উড়িয়ে জঙ্গল সংলগ্ন খড়গপুর গ্রামীণের ভালুকমচা গ্রামের জঙ্গল সংলগ্ন এলাকায় লিভ ইন করছিলেন। কিন্তু কিছুদিন ধরেই পবিত্রা নজরে আসছিল না। গ্রামবাসীরা অনুমান করছিলেন পবিত্রার সঙ্গে হয়তো কোন বড় অঘটন ঘটেছে। তাঁরাই পুলিশকে বিষয়টি জানান আর তারপরেই লিভ ইন পার্টনার তরুণ সিংকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে তরুণ সিং জানায়, সে কাউকে হত্যা করেনি। তবে কোন এক অজানা কারণে পবিত্রা মারা গিয়েছে। তারপরেই সে পবিত্রার দেহ মাটির নিচে পুঁতে দেয়। আপাতত জানা গিয়েছে পুলিশের উপস্থিতিতে মাটির নিচ থেকে পবিত্রার দেহ তোলা হবে। স্বাভাবিকভাবেই এরপর পবিত্রার দেহ ময়না তদন্তে পাঠানো হবে এবং ময়না তদন্তের রিপোর্টের ওপর এই তদন্ত যে অনেকখানি নির্ভর করছে। সে কথা আলাদা করে বলতে হয় না।
প্রায় ৬০ লক্ষ টাকার বার্মাটিক বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১
বেলাকোবা: শনিবার ফের পাচারের পথে জাতীয় সড়ক থেকে অবৈধ বার্মাটিক বোঝাই একটি কন্টেনারকে আটক করল বনকর্মীরা। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা...
Read more