ডিজিটাল ডেস্ক : আইপিএল খেলা নিয়ে সব সময় ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা থাকে তুঙ্গে। কিন্তু এর পাশাপাশি আইপিএল বেটিংয়ের কথাও শোনা যায়। আর এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সাগর জেলায় এক পোস্টমাস্টার আইপিএল বেটিংয়ে খোয়ালেন এক কোটি টাকা। তবে যেটা সবথেকে চাঞ্চল্যকর তা হল পোস্টমাস্টার যে টাকা বেটিংয়ে লাগিয়েছেন, সেই প্রত্যেকটি টাকা হল আমানতকারীদের ফিক্স ডিপোজিটের টাকা। অভিযোগ উঠেছে, আমানতকারীরা টাকা জমা দেওয়ার পর ভুয়ো এফডি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমানতকারীদের হাতে পোস্ট অফিসের আসল পাস বই তুলে দিতেন ওই পোস্টমাস্টার। এবং তারপর পুরো টাকা লাগিয়ে দিতেন আইপিএলের জুয়ায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশের জেরার মুখে তিনি সবটা স্বীকার করেছেন। এরপরই তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই আমানতকারীদের মাথায় হাত। এই বিপুল টাকা তাঁরা কিভাবে ফেরত পাবেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন : ওডিশায় খাদে বাস পড়ে মৃত হাওড়ার ৬ বাসিন্দা, জখম ৪২